
ভারতে মাদরাসা বন্ধ করার সি’দ্ধান্ত মুসলিম উম্মাহর বিরুদ্ধে গভীর ষ’ড়’য’ন্ত্র বলে তী’ব্র নি’ন্দা জানিয়েছে ইসলামী আ’ন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ভা’রতের আসামে ৭০০ মাদরাসা ব’ন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ








ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নি’ন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম ও সে’ক্রেটারী মাওলানা এবিএম জা’কারিয়া। নেতৃদ্বয় বলেন, ভারতের কট্টর হি’ন্দুত্ব’বাদী বিজেপি সরকার পরিকল্পিতভাবে ভারত থেকে ইসলাম








ও মুসলমানদের নিশ্চিহ্ন করার ষ’ড়’য’ন্ত্রে মেতে উঠেছে। প্রত্যেক জাতিকে প্রাতি’ষ্ঠানিকভাবে তাদের নিজস্ব কৃষ্টি কালচার শিক্ষার সুযোগ করে দেওয়া সরকারের দায়িত্ব। মাদরাসা বন্ধ করে মুসলমানদেরকে তাদের নাগরিক অধিকার থেকে ব’ঞ্চিত করা হয়েছে।।








তারা অবিলম্বে মাদরাসা ব’ন্ধের সি’দ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। ভারতের মুসলমানদের অধিকার রক্ষায় ওআইসিসহ মুসলিম দেশের সরকার প্রধানদের হস্তক্ষেপ কামনা করেন নেতৃদ্বয়।
Leave a Reply